তিষ্ঠার ১৭ বছর পরও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে নানা কর্মসূচি পালন করেন।
৩৩ বছরের অচলায়তনের অবসান
জাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম সুষ্ঠু ছাত্রসংসদ নির্বাচন দাবি করে উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছি। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র চর্চার ধারা তৈরি হয়েছে।
মন্তব্য প্রতিবেদন
বাংলাদেশের সুশীলরা সব হাহাকার করে সমস্বরে বলছেন, ‘বাংলাদেশ গেছে, এই পোড়া দেশে আর থাকা যাবে না।’ এটা তাদের কল্পনারও অতীত ছিল যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ভিপি এবং জিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতে বিপুল ভোটের ব্যবধানে জিততে পারে।